নারায়ণগঞ্জে যুবদলের সাবেক নেতা ফারুক মন্ডলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে আটক করে।

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি) এর প্রধান মেজর সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফারুক মন্ডলকে আটক করে তাদের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

ফারুক মন্ডল বিগত বিএনপি সরকারের শুরুর দিকে তিনি ফতুল্লা থানা যুবদলের সহ সভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here