মাকসুদুর রহমান কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং ফ্যাক্টরীর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিটন তালুকদার (৩০)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটা পরিকল্পিত হত্যাকান্ড। শুক্রবার সকালে ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় রাব্বি ডাইংয়ের পাশের একটি ডোবা থেকে লিটনের লাশ উদ্ধার করা হয়। সে এ ফ্যাক্টরীর শ্রমিক।
নিহত লিটন পাগলা নন্দলালপুর এলাকায় ভাড়া থাকতো। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার নীলগঞ্জ এলাকার মৃত ওয়াজেদ আলী তালুকদারের ছেলে।
নিহত লিটন তালুকদারের বড় ভাই ফকির তালুকদার জানান, লিটন গত ৩-৪ দিন আগে রাব্বি ডাইং ফ্যাক্টরীতে কাজে যোগ দেয়। বৃহস্পতিবার বিকেল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে তিনি জানতে পারেন তার ভাই এর লাশ উদ্ধার করা হয়েছে।
ফকির তালুকদার অভিযোগ করেন, তার ভাই লিটন তালুকদারকে হত্যার পর ডোবায় লাশ ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা কি কারণে লিটনকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফকির।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার হত্যাকান্ড দাবি করলেও ঘটনাটি রহস্যজনক। মৃত্যুর কারণ শনাক্ত করার চেষ্টা চলছে।