নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মলিত নাগরিক পরিষদ। নাগরিক পরিষদের আহ্বায়ক সাবেক এমপি এস এম আকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও লোকমান হোসেনের প্রকৃত হত্যাকারীদের অদ্যাবদি গ্রেফতার করতে না পারা দুঃখ জনক। বক্তারা অবিলম্বে লোকমান হত্যার এজাহারভুক্ত আসামী সালাউদ্দিন আহমেদ ও মাসুদুর রহমান মুরাদসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টানত্মমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল দারিত্বের বিরম্নদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, এডভোকেট এ বি সিদ্দিক, রফিউর রাব্বি, আব্দুর রহমান, দুলাল সাহা, হিমাংশু সাহা, হানিফুল কবীর, আব্দুল কাদির, জহিরুল ইসলাম জহির ও রীনা আহমেদ প্রমুখ। মানববন্ধর ও সমাবেশে সংহতি প্রকাশ করেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ অনান্যারা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ