এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপ্রশ্ন বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে উপসি’ত রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ সহ ৪ জনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ৪ শিক্ষক এবছর এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না। সোমবার নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অব্যাহতির এ সিদ্ধান্ত দেন।
শাস্তি পাওয়া ৪ শিক্ষক হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে উপসি’ত রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ নুরুল ইসলাম, পরীক্ষার সময়ে এ কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুস সোবহান মিয়া, দায়িত্ব পালন করা সিদ্ধিরগঞ্জের রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাশিদুল মতিন মিলন ও সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এম এ জলিল।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন পনির জানান, গত ১ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রেবতী মোহন স্কুলে বিভিন্ন স্কুল থেকে পরীক্ষা দিতে আসা পুরাতন সিলেবাসের (২০১১) এর ১২২ জন পরীক্ষার্থীকে ২০১২ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের দায়িত্ব পালন ও গাফিলতি খুঁজে পান।
মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ