নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র শীতলক্ষ্যা পাড়ের কন্যা ডা. সেলিনা হায়াত আইভীকে এক নজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে শত শত মানুষ তার বাসায় প্রতিদিন ভিড় করেছে । তারা আইভীকে কাছে পেয়ে আনন্দ উল্লাস করে। অনেকে আইভীকে জড়িয়ে ধরে কপালে চুমু খাচ্ছে। আবার অনেকে জড়িয়ে ধরে আনন্দে চোখের পনি ফেলছে। অনেকে উচ্ছ্‌াস প্রকাশ করে বলেছে- ‘মা দোয়া করি তুমি অনকে বড় হও’। জবাবে মেয়র আইভী বলেন, এই ঋণের কথা আমি কোন ওদিন ভুলব না। সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। ডা. আইভীর বাড়ির প্রতিটি মুহূর্তই যেন স্মরণীয় হয়ে উঠছিল। নির্বাচনে বিজয়ের পর থেকে শুক্রবার পর্যন্ত তার বাসায় মানুষের ঢল ছিল লক্ষ্যণীয়। সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব রাহেলা খাতুন জানান, আইভী আমাদের গর্ব। তাই শুধু আইভীকে এক নজর দেখার জন্য তার বাসায় ছুটে এসেছি। তার কপালে চুমু খেয়েছি। দোয়া করেছি ‘তুমি অনেক বড় হবে’ বলে। আমার অনেক ভাল লাগছে। এরকম অনুভুতি প্রকাশ করেছেন রাহেলা খাতুনের মতো অনেকেই। বন্দর উপজেলা সোনাকান্দা এলাকার বাসিন্দা আমান উল্লাহ বলেন, বাবা আলী আহম্মদ চুনকার মতোই হয়েছে আইভী। বাবা যেমন সততা ও নিষ্ঠার সঙ্গে দাপট নিয়ে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। আইভীও বিগত ৮ বছর নারায়ণগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করেছেন। এখন ওর হাতে (আইভী) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব দিয়েছে নারায়ণগঞ্জবাসী। ও সফলও হবে। এছাড়া ডা. সেলিনা হায়াত আইভীকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা শুভেচ্ছা জানান। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার শাহ্‌ আলমের নেতৃত্বে নেতারা আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মেয়র আইভী সাংবাদিকদের বলেন, নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে হাজার হাজার মানুষ আমাকে একজন দেখার জন্য বাসায় আসছে। আমি তাদেরকে আমার সাধ্যানুযায়ী সময় দিচ্ছি। দূর-দূরান্তের থাকা মানুষগুলো আমাকে জড়িয়ে ধরে আনন্দে উল্লাস প্রকাশ করেছে। তাদের চাওয়া পাওয়া এর চেয়ে বেশি কিছু নয়। তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দিকনিদের্শনা দিয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here