নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর উপজেলায় বায়ু দূষণ ও জনস্বাস্থ্য বিপন্ন করার দায়ে দু’টি স্টীল মিলকে ৪৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন। এসময় সিয়াফ স্টিল মিল বন্ধ ও এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়।
রিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপগঞ্জ উপজেলায় সিয়াফ স্টিল মিলস লিমিটেড গত ৪ বছর ধরে বেআইনীভাবে পরিবেশ ছাড়পত্র ব্যতিত উৎপাদন পরিচালনা করছে। এ কারখানার অনুকূলে সরকারি কোন সংস্থার কোন ধরণের ছাড়পত্র নেই। এমনকি এ কারখানায় ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য ফিউম এক্সট্রাকশন সিষ্টেম বলতে কোন ব্যবস্থার অসিত্মত্ব পাওয়া যায়নি। একারণে সিয়াফ স্টীল মিলকে ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়। এ মিলে কার্যত বায়ু দূষণ নিয়ন্ত্রণে কোন প্রযুক্তি না থাকায় জনস্বার্থে কারখানারটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে বলা হয়েছে।
অপরদিকে বন্দর উপজেলায় বন্দর স্টিল মিলে ধোঁয়া নিয়ন্ত্রণকারী চিমনীটি বন্ধ পাওয়া যায়। কারখানার নির্গত দূষিত বায়বীয় বর্জ্যে ব্যাপক এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ