নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নায় ট্রাকের চাপায় আবদুর রশিদ (২৬) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফতুল্লার লামপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার দরিন্দ আদমদীঘি এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) বোরহান বলেন, দুপুরের দিকে রশিদ রিকশা নিয়ে ফতুলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওঠার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উইনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ