নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নার মাসদাইরে গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দু’টি ঘটনায় ঝুট সন্ত্রাসীদের হামলায় ৫ জন আহত হয়েছে। এ দু’টি ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ফতুলস্নার মাসদাইর গোরস্থান এলাকায় অবস্থিত জার্জিস গার্মেন্ট থেকে ঝুট ব্যবসায়ী শাহিন ট্রাকে ঝুট বোঝাই শেষে ফিরছিলেন। এসময় পূর্বশক্রতার জের ধরে গার্মেন্টের বাহিরে ঝুট সন্ত্রাসী মিজান, গাফফার, খলিল, জয়নাল, টিটু, বাদল আরো সহ ৮/১০ জন সন্ত্রাসী ট্রাকটি আটকিয়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে শাহীনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। পরে ঝুট বোঝাই ট্রাকটি নিয়ে চম্পট দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় শাহীন বাদী হয়ে ফতুলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অপরদিকে পশ্চিম মাসদাইর এলাকায় সকাল ১১ টার দিকে পাঠান গার্মেন্টস থেকে ট্রাকে ঝুট বোঝাই করে গোডাউনের উদ্দেশ্যে ফিরছিলেন ঝুট ব্যবসায়ী মিলন। এসময় ঝুট সন্ত্রাসী আব্দুল, জামাল, মনির, জসিম, শিপন সহ ১০/১২ জন ট্রাকটির গতিরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা মিলন ও তার সাথে থাকা লোকজনদের বেধড়ক মারধর করে। এসময় মিলন, টিটু, মাসুম সহ ৪ জন আহত হয়। এ ঘটনায় মিলন বাদী হয়ে ফতুলস্না থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here