বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের ফতুলস্না শিল্পাঞ্চলে রোববার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার বিভক্ত দুই গ্রম্নপ শ্রমিকদের সংঘর্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছে।
ফতুলস্না মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সদর উপজেলার ফতুলস্নার কাঠেরপুল এলাকায় রপ্তানিমুখি পোশাক কারখানা ক্যাডটেক্স গার্মেন্টেস ৮শ’ শ্রমিক কাজ করে। তাদের মধ্যে ৪শ’ শ্রমিক উৎপাদন ভিত্তিক ও অন্যরা মাসিক বেতনে কাজ করে।
শ্রমিকরা জানিয়েছে, বেতনভুক্ত শ্রমিকেরা ১ জানুয়ারী থেকে তাদের বর্তমান বেতনের সঙ্গে আরো শতকরা ২০ ভাগ বাড়ানোর দাবিতে রোববার সকাল হতে কর্মবিরতি পালন শুরম্ন করে। এসময় তারা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। বেতনভুক্ত শ্রমিকদের এ আন্দোলনের প্রতিবাদ জানান উৎপাদন ভিত্তিক শ্রমিকরো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। দুপুর সাড়ে ১২টায় উভয় গ্রম্নপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উভয় গ্রম্নপের শ্রমিকেরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে একে অন্যের উপর হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ কারখানার বাইরে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের অন্য কারখানায় আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট।
সংঘর্ষে কারখানা ২৫ জন শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে বিমল, মাসুদ রানা, সাইফুল, রত্মা, শেফালী, সালমা, সোহেল, খোকা, মুন্না, বশির, হৃদয়, শিরিন, ফাতেমাকে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে ক্যাডটেক্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক মশির আহম্মেদ মজুমদার জানান, শ্রমিকদের সকল পাওনা নিয়মিত পরিশোধ ও সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার পরও কিছু শ্রমিক অযৌক্তিকভাবে বেতন বাড়ানোর দাবি করছে। রোববার দুপুরে ফিনিসিং বিভাগের ১০-১২ জন শ্রমিক তাদেরই কয়েকজন সহকর্মীকে আন্দোলনে যোগ না দেওয়ায় বাধা দেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অভ্যনত্মরীন গোলযোগ দেখা দেয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ