নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নায় ফতুল্লায় স্বামীর হাতে এক মহিলা গার্মেন্ট শ্রমিক খুন হয়েছে। নিহতের নাম সেলিনা বেগম (২৫)। বৃহস্পতিবার সকালে ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকার ভাড়া বাড়ি থেকে হতভাগ্য সেলিনার হাত-পা ও মুখ বাধা এবং গলায় রশি পেচানো লাশ বিছানার নিচ থেকে উদ্ধার করে পুলিশ। বুধবার রাতের কোন এক সময় সেলিনাকে হত্যার পর ঘর তালা বদ্ধ করে পালিয়ে যায় ঘাতক স্বামী নজরম্নল।
ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, নিহত সেলিনা বিসিকের কনক গার্মেন্টের চেকম্যান পদে কর্মরত ছিল। তবে তার স্বামী কি করতো তা পুলিশ এখনো জানতে পারেনি।
সেলিনার বাড়ির মালিক নাসির জানান, ৩ মাস আগে তারা তার বাড়ির এক রুম ভাড়া নেয়। নিহত সেলিনা খুলনা জেলার রূপসী থানার পুটিয়ামারী গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার মেয়ে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ