নারায়ণগঞ্জে দলিত শ্রেণীর ঋষি পর্লীতে বসবাস করা কিশোরী রম্নমনা রানী দাসকে ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও বাংলাদেশ দলিত পরিষদ। তাদের অভিযোগ, রুমাকে পরিকল্পিতভাবে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হলেও পুলিশ ও প্রভাবশালী মহল ঘটনাটিকে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হানিফ খান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস, কমিটির রতন দাস, উজ্জ্বল কুমার দাস, নিহতের মা মানতী রানী, বাবা পূর্ণদাস রবি প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রুম রানী দাস তার পরিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো এলাকার ঋষি পলস্নীতে বসবাস করে। ভোলাবো এলাকার সিরাজ মিয়ার ছেলে ডালিম প্রায় সময়েই রম্নমাকে প্রেমের প্রস্তাব দিত এবং ফোন করে বিরক্ত করতো। গত ১ অক্টোবর ডালিম ও তার সহযোগি রফিকুল ইসলাম, শামীম সহ অজ্ঞাত কয়েকজন রুমাকে তার বাড়িতে জোর করে ধর্ষণ এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর তারা বিষয়টিকে আত্নহত্যা বলে প্রচার করতে থাকে।
নিহতের বাবা পূর্ণদাস রবির অভিযোগ, হত্যাকান্ডের পর রম্নমা আত্নহত্যা করেছে লিখে পুলিশ তার কাছ থেকে এজাহারে জোর করে স্বাক্ষর নেয়। আর এর কাজটি করে ভোলাবো ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বর) বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলন থেকে অপমৃত্যু মামলাটি বাতিল করে ধর্ষণ শেষে হত্যা মামলা দায়ের এবং দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এজন্য তারা প্রধানমন্ত্রী ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্মেলনে জানানো হয় আগামী ১ সপ্তাহের মধ্যে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রক্রিয়া শুরু না কলে সারাদেশে বিক্ষোভ সহ কঠোর আন্দোলন করা হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ