নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুতে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাহিনীর ২ সদস্য গুরুতর আহত হয়েছে।
আহত ল্যান্স কর্পোরাল খলিল ও কর্পোরাল আনোয়ার হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, ঢাকা ক্যান্টনমেন্ট হতে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি চট্রগ্রাম ক্যান্টনমেন্টে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টায় একটি গাড়ি (গাড়ি নং-০৮-১৪৫১) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু অতিক্রম করার সময়ে সেতুর পূর্ব পাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি তার নির্দিষ্ট বাম লেন থেকে ডান পাশের লেনের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।
ওই গাড়ি বহরে থাকা এক সেনা সদস্যদের উদ্ধৃতি দিয়ে এএসআই আবু বক্কর জানান, খাদে পড়া গাড়িটিকে সেনাবাহিনী ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স বলে থাকে। ওই গাড়িতে থাকা চালক ল্যান্স কর্পোরাল খলিল ও ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন আহত হয়।
উইনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ