নারায়ণগঞ্জে নাজিম উদ্দিন ভূইয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মফিজুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সোমবার দুপুরে বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুয়ে অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধের আগে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ নভেম্বর রাতে সোনারগাঁও উপজেলার মুছার চর গ্রামে নাজিম উদ্দিন ভূইয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মফিজুল ইসলামকে সন্ত্রাসীরা নৃসংশভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। কিন্তু ৫দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মফিজুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাজিম উদ্দিন ভূইয়া কলেজের শিড়্গক ও শিক্ষার্থীরা সোমবার দুপুর ১টায় মদনপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, গভর্নিংবডির সদস্য অহিদুর রহমান ভুইয়া ও নিহতের পিতা শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা ড়্গোভ প্রকাশ করে বলেন, বাড়ির ভেতরে ঢুকে নিরিহ কলেজ ছাত্র মফিজুল ইসলামকে নৃসংশভাবে টেঁটাবিদ্ধ করে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের ভুমিকায় জনমনে হতাশার সৃষ্টি হয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে। এতে আধাঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। তীব্র যানজটের সৃষ্টি হয়।
বন্দর থানার ওসি হারুন অর রশিদ জানান, মফিজুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা মদনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তবে মহাসড়ক অবরোধের মত কোন ঘটনা ঘটেনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ