প্রকৃতির বিচিত্রতার রূপ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আকৃতিতে প্রকাশ পায়। প্রকৃতির এই রূপ দেখে মানুষ আশ্চর্য ও বিস্মিত হয়। সোনারগাঁওয়ে কাঁচা মরিচের গায়ে জন্তুর মাথার এমনই এক বিস্ময়কর প্রকৃতির রূপের দেখা পাওয়া গেছে। গত শনিবার সোনারগাঁও পৌরসভার খাসনগর দিঘীরপাড় গ্রামে জন্তুর মাথা সদৃশ এমন এক মরিচের সন্ধান পাওয়া গেছে। মরিচটি এক নজর দেখার জন্য প্রতিদিন শত শত উৎসূক জনতা ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।
জানা গেছে, দৈনিক যুগানত্মরের স্থানীয় প্রতিনিধি আল আমিন তুষারের বাড়ির আঙ্গীনায় রোপন করা বোট মরিচ গাছের একটি মরিচের গায়ে অদ্ভুত মাথাওয়ালা এই মরিচটি পাওয়া গেছে। সকালে বাড়ির গৃহকৃর্তি আঙ্গিনায় রোপন করা মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করেন। গাছ থেকে পেরে আনা ঐ মরিচ গুলোর একটিতে জন্তুর মাথা আকৃতি দেখতে পাওয়া যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মাথা সদৃশ্য অদ্ভুত এই মরিচটি দেখার জন্য সকাল থেকে শত শত মানুষ ঐ বাড়িতে ভিড় জমাতে থাকে। এব্যাপারে বাড়ির মালিক সাংবাদিক আল আমিন তুষার জানান, আমার স্ত্রী পারম্নল আক্তার গাছ থেকে মরিচ ছিড়ে আনলে একটি মরিচের গায়ে অদ্ভুত জন্তুর মাথা আকৃতির এ মরিচটি পাওয়া যায়।
এদিকে মরিচ দেখতে আসা কেউ কেউ এটিকে মানুষের মাথা হিসেবেও মনে করছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুরাদুল হাসান জানান, এটি একটি অতি প্রাকৃতিক ব্যাপার। পরবর্তীতে আমরা পরীড়্গা করে বিষয়টি ব্যাখ্যা দিতে পারবো।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ