নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক ঘটনায় একটি স্যাটেলাইট (ডিস) ব্যবসা প্রতিষ্ঠান ও একটি সমবায় সমিতি ও হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা এসব প্রতিষ্ঠান ভাংচুর, মালামাল ও নগদ অর্থ লুট করে। পৃথক ঘটনায় আহত হয়েছে ৪ জন। উভয় ঘটনায় পৃথকভাবে বন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ও নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় এসব ঘটনা ঘটে।

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ‘নিশং সমবায় সমিতি’ এর সভাপতি আবদুর ডালিম তার অভিযোগে বলেন, গত কয়েকদিন ধরেই তাদের প্রতিষ্ঠান থেকে চাঁদা চেয়ে আসছিল এলাকার কয়েকজন বখাটে যুবক। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে এলাকার বখাকে রকি, শাওন, আরিফ, সেলিম সহ ১৫-২০ জন যুবক সমবায় সমিতির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও ক্যাশ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা লুটে নেয় বলেও দাবি করেন আবদুর ডালিম। তিনি আরো জানান, হামলায় সে নিজেও আহত হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে হামলার সত্যতা পাওয়া গেছে। অভিযোগটি মামলাটি হিসেবে গ্রহণ করা হবে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে অপর ঘটনায় বন্দর উপজেলার নবীবগঞ্জ ইসলামবাগ এলাকায় একটি স্যাটেলাইট (ডিস) ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। ইসলামবাগ এলাকার জামান খান জানান, তার মালিকানাধীন ডিস ব্যবসার প্রতিষ্ঠানে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চঞ্চল, উজ্জল, আরিফ, রানা, বিপ্লব, হৃদয়, মাসুম, সাদ্দাম সহ আরো কয়েকজন হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাংচুর করে। হামলায় জামান খান ও তার প্রতিষ্ঠানের ২ কর্মচারী হোসেন ও আইউব আহত হয়। এ ঘটনায় জামান খান বাদি হয়ে বন্দর থানায় অভিযোগ দিয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here