সামিন আরহাম , খেলা প্রতিনিধি :: ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি থেকে দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন জায়েকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ।

২৬ বছর বয়সী এই ডিফেন্ডার পাঁচ বছরের চুক্তিতে জার্মান জায়ান্টে যোগ দিয়েছেন। কিন্তু ট্রান্সফার ফি সম্পর্কে বেভারিয়ান্সদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গত গ্রীষ্মে কিম নাপোলিতে যোগ দিয়েছিলেন। সিরি-এ লিগ শিরোপা জয়ে দলের রক্ষনভাগ সামলানোর দায়িত্ব অনেকটা তার উপরই ছিল। বায়ার্নের ওয়েবসাইটে কিম বলেছেন, ‘এটা আমার জন্য নতুন এক শুরু। আমার প্রথম লক্ষ্য হচ্ছে বেশী বেশী ম্যাচ খেলা। সাথে যতটা সম্ভব ট্রফি জয় করতে চাই।’

ইনস্টাগ্রামে তিনি নাপোলি ও বিদায়ী কোচ লুসিয়ানো স্পালেত্তির প্রতি বিদায়ী বার্তা পাঠিয়ে লিখেছেন, ‘বিদায়ের এই সময় আমি নাপোলির কোচ স্পালেত্তি, সকল সতীর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

দক্ষিণ কোরিয়া জাতীয় দলের জার্সি গায়ে কিম ৪৯টি ম্যাচ খেলেছেন। নাপোলিতে যোগ দেবার আগে চাইনিজ সুপার লিগে বেইজিং গুয়ান ও তুরষ্কে ফেনারবাখের হয়ে খেলেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here