ব্যাটারী চালিত অটোবাইকের ধাক্কায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রবিবার এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোবাইক চালককে আটক করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেল তিনটায় নান্দাইল-জাহাঙ্গীরপুর সড়কের সিংদই গ্রামে একটি টক্কা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় পেছন দিক থেকে আসা ব্যাটারী চালিত একটি অটোবাইক আঃ কাইয়ুম (৬০) কে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে কিছুদুর পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ব্যক্তি সিংদই গ্রামের আসন আলীর ছেলে।
দুর্ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ লোকজন ওই সড়কে সকল ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। নান্দাইল থানার উপপরিদর্শক নুরুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালক ওয়াহেদ মিয়াকে অটোবাইকসহ আটক করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস /ময়মনসিংহ