
রাজু কুমার দে, নাটোর প্রতিনিধি :: নাটোর দিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭৩ জন বালিকার হাতে ঈদের নতুন পোশাক উপহার দেন ১৭ প্যারা পদাতিক ডিভিশন।
অজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিঘাপতিয়া অবস্থিত বালিকা শিশুসদনে গিয়ে ঈদের নতুন পোশাক উপহার দেন ১৭ প্যারা পদাতিক ডিভিশন এর মেজর বিসমা রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন শিশুসদন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও ১৭ প্যারা পদাতিক ডিভিশনের সৈনিক বৃন্দ।