নাটোরের লালপুর উপজেলার নওদাপাড়া গ্রামের হোসনে আরা বেগম নামের এক গৃহবধুর লাশ ৪ মাস পর রোববার পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আব্দুস সালামের উপস্থিতিতে লালপুর থানা পুলিশ লাশ উত্তোলন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ১৮ সেপ্টেম্বর রাত ৯ টায় হোসনে আরার স্বামী মনিরুজ্জামান জুয়া খেলার টাকার জন্য হোসনে আরাকে এলোপাতাড়ী মারপিট করে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের তীরের সাথে ঝুলিয়ে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। থানার ভারপ্রাপ্ত কমকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম মনিরুজ্জামানের বাড়িতে গিয়ে হোসনে আরার লাশ শোয়ানো অবস্থা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহতের দেবর আব্দুল মান্নান বাদি হয়ে লালপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করেন। এঘটনার পর নিহতের চাচা বড়াইগ্রামের গড়মাটি গ্রামের সিরাজ মোল্লা বাদি হয়ে ২৫ সেপ্টেম্বর নাটোর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকতার হোসেন অপূর্ব/নাটোর