নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় ভুটভুটির চাকায় পিষ্ট হয়ে জীবন আহম্মেদ (১০) নামে এক ছাত্র নিহত হয়েছে। সে একই গ্রামের শহিদুল ইসলাম শাহ ছেলে।

নিহতের দাদা সেকেন্দার আলী জানান,শনিবার বিকাল সাড়ে ৪টায় ধানাইদহ কয়েন বাজর জোনাইল ফিডার সড়কের পাঁচবাড়িয়ায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির ভুটভুটির জীবন আহম্মেদ চাপা দেয়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে সে মারা যায়। নিহত জীবন আহম্মেদ পাঁচবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আকতার হোসেন অপূর্ব/নাটোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here