আকতার হোসেন অপূর্ব, নাটোর
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজারে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পোষ্ট অফিসে চালু করা হয়েছে কোচিং সেন্টার। কোচিং সেন্টারটি পরিচালনা করছেন স্বয়ং পোষ্ট মাষ্টারের ছেলে ও জামাতা।
স’ানীয় সূত্রে জানা যায়, দিঘাপতিয়ার পোষ্ট অফিসটি দীর্ঘ দিনের পুরোনো। এই পোষ্ট অফিসটি দ্বোতলা বিশিষ্ট। প্রথম তলায় পোষ্ট অফিসের যাবতীয় কার্য্যাদী সম্পন্ন হয় আর দ্বিতীয় তলা ব্যবহৃত হত পোষ্ট মাষ্টারের পরিবারের বসবাসের জন্য।
গত প্রায় ৫ বছর থেকে দ্বিতীয় তলার ছাদের অবস’া জরাজীর্ণ হওয়ায় তা ব্যবহারের অনুপোযোগী ঘোষণা করা হয়। বর্তমান পোষ্ট মাষ্টার আছমা বেগম এই পোষ্ট অফিসে যোগদানের পর থেকেই এই দ্বোতলা ভবনটিতে কোচিং সেন্টার পরিচালনার অনুমতি দেন। এতে একদিকে যেমন কোচিং সেন্টার পরিচালনা না করার সরকারী ঘোষণা লঙ্ঘিত হচ্ছে অপরদিকে দ্বোতলার ছাদের অবস’া খারাপ থাকায় কোচিং চলা অবস’ায় যে কোন মুহুর্তে কোন দূর্ঘটনাও অসম্ভব নয়।
বিষয়টি নিযে যোগাযোগ করা হলে পোষ্ট মাষ্টার আছমা বেগম কোচিংয়ের সত্যতা স্বীকার করে জানান, তার ছেলে ও ভাইয়ের জামাতা বেকার থাকায় তাদের কর্মসংস’ানের জন্য এই পারমিশান দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে আছমা বেগম জানান, তিনি সরকারী নির্দেশ জানেন তথাপি ছেলে ও জামাইয়ের কথা ভেবে পরিত্যক্ত দ্বোতলা ভবনটি ব্যবহারের অনুমতি দিয়েছেন।