রাজু দে (স্টাফ রিপোর্টার) নাটোর ::

নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে শফিকুল ইসলাম (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।এসময় অপর একজন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হয়বতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শফিকুল পাবনার সাথীয়া উপজেলার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। এবং আহত মৃদুল  একই এলাকায়  বাসিন্দা ।  

পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে  রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি নাটোর-বনপাড়া মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় মৃদুল নামে একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here