রাজু দে (স্টাফ রিপোর্টার) নাটোর ::

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকার সংঘর্ষে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।আহতরা হলেন— নাজমুল (৩৫), বৈশাখী খাতুন (১৪), মহাব্বত আলী (৬৫) ও সোলেমান আলী।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল উপজেলার ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আম ব্যবসায়ীর নাম আব্দুল করিম। তিনি রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন আব্দুল করিম। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে তিনি নওগাঁ জেলার আত্রাই যাচ্ছিলেন। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ব্যবসায়ীসহ চারজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম ব্যবসায়ী আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।

এসআই হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here