রাজু দে, নাটোর প্রতিনিধি ::

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে আজ প্রথমবারের মত আয়োজন অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার বা চাকুরী মেলা। বেলা এগারোটায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, চার বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে বাউয়েট শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তোলা হয়েছে। এই মেলার মাধ্যমে ক্যাম্পাসের যোগ্য ও দক্ষ শিক্ষার্থীদের সাথে দেশে-বিদেশে চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মেলবন্ধন তৈরী করে দেওয়া হচ্ছে। এরফলে উভয় পক্ষই উপকৃত হবে।

বাউয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি পার্থ প্রতীম দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাউয়েট এর ট্রেজারার কর্ণেল (অবঃ) মোঃ হামিদুল হক এবং ভারপ্রাপ্ত রেজিষ্টার মেজর (অবঃ) মোঃ মনজিনুল মুবীন।
সকাল থেকেই চাকুরীদাতা এবং চাকুরী প্রত্যাশী বাউয়েট শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠে এই মেলা।

দিনব্যাপী মেলায় স্কয়ার গ্রুপ, বাংলালিংক, আমানা গ্রুপসহ দেশের স্বনামধন্য ২২টি প্রতিষ্ঠান বাউয়েট শিক্ষার্থীদের চাকুরীর আবেদনসহ জীবনবৃত্তান্ত গ্রহন করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here