রাজু দে(স্টাফ রিপোর্টার)নাটোর ::

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির পড়ুয়া ১১ বছরের মা ও তার মেয়ে শিশুকে দেখতে বাড়িতে গেলেন র‍্যাব-৫ রাজশাহী অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। এ সময় তিনি মা ও মেয়ে শিশুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুরুদাসপুর উপজেলার উত্তর নাড়িবাড়ি এলাকার র‍্যাব নারী কল্যাণ সমিতির আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ৫০ কেজি চাল, দুধসহ খাদ্য সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শনিবার ‍(২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ওই শিশু জন্ম দেয় একটি মেয়ে সন্তান।

এসময় উপস্থিত ছিলেন— র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান, সহকারী কমান্ডার নুরুল হুদা প্রমুখ।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় ঢাকা মেইলকে বলেন, সরকারিরভাবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চতুর্থ শ্রেণির ছাত্রী মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ আগেও তাকে সহযোগিতা করা হয়েছে। সামনেও শিশুসহ তার মাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, পারিবারিক কলহের কারণে শিশুটির বাবা-মার সংসার ভেঙে যায়। পরবর্তীতে বাবা ও মা অন্যত্রে বিয়ে করে। এরপর থেকে শিশুটি তার চাচা-চাচির কাছে থাকতো। এলাকার এক দুঃসম্পর্কের দাদা অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ মাঝে মধ্য শিশুটিকে নিয়ে তার ভ্যানে বেড়াতে যেতো। পরে ৭ মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের মানুষ জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না শিশুটি। তবে পরীক্ষার পর প্রাথমিকভাবে গর্ভে সন্তান থাকার কথা জানতে পারে পরিবার। পরবর্তীতে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করার মাধ্যমে চিকিৎসক অন্তঃসত্ত্বার বিষয়টি জানা যায়। পরে শিশুটি এ ঘটনা তার পরিবারকে বলে। পরে গত ১৮ জুন শিশুটির দাদি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

পরে র‌্যাব অভিযান চালিয়ে গত শুক্রবার (২৫ আগস্ট) দিনগত রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থান হেলেঞ্চা এলাকা থেকে ধর্ষণের অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে। শনিবার (২ সেপ্টম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ওই শিশু এক মেয়ে সন্তান জন্ম দেয়।অভিযুক্ত জাহিদুল খাঁ (৬০) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here