রাজু দে (স্টাফ রিপোর্টার), নাটোর ::
নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় একদিনের একটি কন্যা শিশু চুরি হয়েছে। আজ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় হাসপাতালে নিয়মিত কোনো চিকিৎসক ছিল না।
আজ ৯ জুন শুক্রবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটির পিতা নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ জানান, গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকালে তার স্ত্রী হাসনাহেনার প্রসব বেদনা শুরু হলে তাকে মহিষডাঙ্গা গ্রাম থেকে নিয়ে এসে সকাল ৯ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। বেলা ১১ টার দিকে হাসনাহেনা একটি কন্যা সন্তান জন্মদান করেন। আজ সকালে শিশুটি দাদি খাইরুন নাহার এর কোলে ছিল। বেলা এগারোটার দিকে নার্স এর পোশাক পরিহিত এক নারী এসে মাহফুজুর রহমান পলাশের মা খায়রুন নাহারের কাছ থেকে শিশুটিকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে চলে যায়। পরে ঐ নার্স ফিরে না আসায় তারা খোঁজ করতে শুরু করেন। পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোন খোঁজ পাওয়া যায় না।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু সাইদ জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে কে শিশুটি চুরি করেছে তা খতিয়ে দেখার জন্যে পুলিশে খবর দেয়া হয়েছে। পুলিশ হাসপাতালের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেব। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদের জানানোর পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here