নাটোর প্রতিনিধি ::
নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া, বৃক্ষরোপন ও শোভাযাত্রাসহ কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ, চিত্ত রঞ্জন সাহা, সদস্য দিলীপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, আওয়ামী লীগ নেতা আকরামুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।