রাজু দে, (স্টাফ রিপোর্টার) নাটোর ::
আজ শনিবার সকাল সাতটার দিকে নাটোরের লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক,হেলপার ও আম ব্যবসায়ী সহ ৮ জন ব্যক্তি আহত হয়েছে।
উপজেলার লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঠাকুর মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলো, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল(৪৫),আল মামুন (৩০),টোকন (৫০)। এছাড়া কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০) সেলিম(৪৫),রাহেন আলী (৬০),শুকুর আলী(৪৫) ও শামসুল (৪৫)।
জানা যায়, বাঘা থেকে ছেড়ে আসা লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুইজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অন্যরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি ।