রবিবার নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে তিন সন্তানের পিতার মৃত্যু হয়েছে।

আজিমনগর ষ্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টা ৪০মিনিটে লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নিকট রাজশাহী থেকে খুলনাগামী ৭৬২নং সাগরদাঁড়ি এ?প্রেস ট্রেনে কাটা পড়ে হানিফ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন সন্তানের পিতা হানিফ আলী বালিতিতা ইসলামপুর গ্রামের ছইমুদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়,শ্রাবনী (১০),হাসান (৮) ও রাশিদুল (৫) তিন সন্তানের পিতা হানিফ আলীর স্ত্রী রাশিদার সাথে পারিবারিক কোলহ চলছিল। সেই সাথে সে মানুসিক রোগেও ভুগছিল। এ সব কারনে সে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ট্রেনে কাটা পড়ে তার দুই হাত পা ও গলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/অপূর্ব/নাটোর

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here