মোঃ আব্দুল হাকিম, নাটোর প্রতিনিধি :: নাটোর চলনবিলের পরিবেশীয় স্থান সমূহ দর্শন ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলনবিলের বিভিন্ন পয়েন্টে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে পরিবেশ কর্মীরা। রবিবার দিনব্যাপি পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের আয়োজনে অর্ধ শতাধিক সদস্যদের একটি দল সিংড়া পেট্রেবাংলা পয়েন্ট, তিসিখালী মাজার, চলনবিল যাদুঘর, বিলসা ও কুন্দাইল ব্রীজ পরিদর্শন করেন।

এসময় চলনবিলের অতিথি পাখি, শামুক-ঝিনুক রক্ষায় মানববন্ধন কর্মসুচি ও পরিবেশ দূষণ রোধে ভ্রমণ পিপাসু মানুষদের মাঝে সচেতনতামূলক মানব বন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাংগনিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী নূর-ই-আলম, এ্যাডভোকেট শরিফুল ইসলাম মুক্তা, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here