রাজু দে, (স্টাফ রিপোর্টার) নাটোর ::
নাটোর সাজাপ্রাপ্ত পলাতক আসামী সরদার শোয়েব (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৬ জুলাই রোববার সন্ধ্যে পৌনে সাতটার দিকে তাকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শোয়েব নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ এলাকার রাফিউদৌলা খাজা মাষ্টারের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  র‌্যাবের একটি অপারেশন দল গতকাল ১৬ জুলাই রোববার সন্ধ্যে পৌনে সাতটার দিকে শহরের চকবৈদ্যনাথ গুড়পট্রি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সরদার শোয়েবকে সেখান থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, আসামী সরদার শোয়েব একজন এনআই এ্যক্টের একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় আসামী সরদার শোয়েবকে এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত পলাতক সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সরদার শোয়েব (৪৫) কে নওগাঁ জেলার আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here