রাজু দে(স্টাফ রিপোর্টার)নাটোর ::

নাটোরের লালপুরে চানাচুর বিক্রির ড্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।আটককৃতরা হলেন, উপজেলার উত্তর লালপুর গ্রামের জিয়া ঘোষের ছেলে মো. জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) ও ঈশ্বরপাড়া গ্রামের সোনাউল্লা প্রামাণিকের ছেলে আলমগীর প্রামানিক (৪৫)।

শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
র‍্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে ৫ কেজি শুকনো গাঁজা, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি টিনের ড্রামসহ মো. জুমাত ঘোষ ওরফে জুলমতকে গ্রেপ্তার করেন।
তাকে জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে জব্দকৃত গাঁজার মূল মালিক ঈশ্বরপাড়া গ্রামের মো. আলমগীর প্রামানিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছেন। জব্দকৃত গাঁজা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। লালপুর থানার ভারপ্রা
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here