সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট নাজমুল হক বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্য মনোনিত হয়েছে। দেশের প্রথম রোভার স্কাউট হিসাবে তিনি প্রথম ২০১৪ সাল পর্যন্ত মনোনিত হয়। বুধবার বাংলাদেশ স্কাউটসের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রোভার নাজমুল হক ২০০৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজে স্কাউটিং শুরু করে। তিনি কলেজের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগদান করে। ২০০৮ সালে সাতক্ষীরা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি, ২০০৯ সালে তিনি খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়। ২০১০ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হন। ঐ বছর তিনি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি বর্তমানে সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থী ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুল হক/সাতক্ষীরা