নাইজেরিয়ার দামাতুরু শহরে সিরিজ বোমা হামলা ও গুলিতে ৬৩ জন নিহত এবং কয়েকশ’ আহত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ইয়োব প্রদেশের রেড ক্রস কর্মকর্তা ইব্রাহিম বুলামা জানান, গতকাল দামাতুরু শহরের একটি সামরিক অফিসে বোমা হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া, একটি গির্জা ও একটি ব্যাংকে বোমা হামলায় আরো কয়েকজন মারা গেছে। কেউ এ পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
হামলার পর দামাতুরু শহরে পুলিশ চেকপয়েন্ট বসিয়েছে এবং গাড়ির ড্রাইভার ও যাত্রীদের ওপর তল্লাসি চালানো হচ্ছে। শহরের প্রধান হাসপাতাল আহত লোকজনের সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেখানে স্বজনদের খোঁজে অনেকেই ভিড় করছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক