আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার এক গির্জায় শনিবার প্রার্থণাসভায় যোগ দিতে এসে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
দেশের আনামবারা রাজ্যের হলি ঘোস্ট অ্যাডোরেশন গির্জায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গির্জাটিতে এক লাখের বেশি মানুষ জড়ো হয়েছিল।
নাইজেরিয়ার সরকারি মুখপাত্র মাইক উদ্দাহ এএফপিকে জানান, আমরা নেকপোর হাসপাতাল পরিদর্শণে গিয়ে সেখানে ১৭টি মৃতদেহ দেখতে পেয়েছি।
তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে। তাদের দাবি গির্জায় পদদলিত হয়ে ২৮ জনের বেশি মানুষ মারা গেছে।
তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।