ষ্টাফ রিপোর্টার :: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ও নরসিংদীর সীমান্ত এলাকা বেলাবো উপজেলার দরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জ থেকে বস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ও নরসিংদীর সীমান্ত এলাকা বেলাবো উপজেলার দরিকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলেই আট যাত্রী মারা যায়। গুরুতর আহত হয় আরো ১০ জন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে ভৈরবসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহামুদ জানান, দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here