নবীগঞ্জের পল্লীতে রোববার সকালে হামলা সংঘর্ষে এবং পূর্ব বিরোধ জের ধরে প্রতিপক্ষের লোকদের পিকলের আঘাতে সালমা বেগম(২৫)নামের এক গৃহবধূর খুন এবয় উভয় পক্ষের ১৫জন আহত হওয়ার খরব পাওয়াগেছে। নবীগঞ্জ থানাপুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল আজিজ মিয়া এবং একই গ্রামের ক্বারী মনির উদ্দিনের পুত্র লাল মিয়ার মধ্যে বিভিন্ন বিষয়য়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত রোবার সকালে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। ভরপুর মাসুক মেম্বার আজিজ মিয়া এবং প্রতিপক্ষ লাল মিয়ার লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে । এতে উপর্যপরি পিকলের আগাতে ভরপর গ্রামের নুর মিয়ার কন্যা সালম বেগম(২৫) গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম,এজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।অপর আহতদেরকে সিলেট,হবিগঞ্জ এবং নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আরো ১৫জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে। নিহত সালমা বেগম কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের স্বামী নুর মিয়ার সাথে বনিবনা না হওয়ায় পিত্রালয় ভরপুর গ্রামেই বসবাস করে আসছে বলে জানাগেছে।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/আলমগীর মিয়া/নবীগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here