হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শহরে শিবির কর্মীদের মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা সৃষ্টি চেষ্টার দায়ে পুলিশ ৫ জনকে আটক করে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে ফরহাদ আহমেদ (২৫), ইবাদুর রহমান (১৯), আতাউর রহমান (২৮) ও সেলিমকে (৩০) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।

আটক অপরজনের নাম জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, বেলা পৌনে ১২টার দিকে শিবিরের নেতাকর্মীরা পৌর শহরে একটি মিছিল বের করে এবং রাস্তার পাশের দোকানপাটে ভাঙচুর চালায়। এ

সময় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে শিবিরের ৫ জনকে আটক করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ আর শায়েল/হবিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here