এম এ আর শায়েল, হবিগঞ্জ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরে শুক্রবার দুপুরে মাইক্রোবাস চাপায় ঘটনাস’লেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। নিহত মহিবুর রহমান (২৬) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস’ায় আহত লুৎফুর রহমানকে (২৫) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, দুপুর ১২টায় সিলেটগামী মাইক্রোবাস (সিলেট-চ-১১-০৬৪৪) হবিগঞ্জের বানিয়াচংগামী মোটরসাইকেলকে (সুনামগঞ্জ-হ-১১-০৪৪৩) চাপা দেয়। এতে মাইক্রোবাস ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।
পরে নবীগঞ্জ থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। দুপুর সোয়া ১ টায় এ প্রতিবেদন লেখার সময় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস’তি চলছিল। মাইক্রোবাস যাত্রী পালিয়ে গেছে বলে জানান ওসি জসীম উদ্দিন।