ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাটাইহাল এলাকায় মুশকিল আহসান মাজারের কাছে মঙ্গলবার রাত ৯টায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জনসহ ৭জন নিহত হয়েছেন।

এদের মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন ৫ জন। অপর দুজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এরা হলেন আব্দুল মতিন(৬৫), তার স্ত্রী আমেনা বেগম, দুই মেয়ে পারভীন আক্তার(৩৫), তার স্বামী আলাউদ্দীন(৩৭) ইয়াসমিন(১৮), এবং প্রতিবেশী ফিরোজ আলী।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ  জানান, সিলেটগামী মাইক্রোবাসটির সঙ্গে ভৈরবের জিল্লুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ভৈরব অভিমুখে ফেরা বাস বহরের ৫ নম্বর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি জানান, ওই কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফর শেষে সিলেট থেকে ভৈরবে ফিরছিলেন।

পথে নবীগঞ্জের সাটাইহাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বাসের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার কাজ চালাচ্ছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/হবিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here