নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ইউনুছ মিয়ার স্ত্রী ছৈইদা বেগম(৭৫) নামে এক বৃদ্ধার মর্মানি-ক মৃত্যু ঘটেছে।
জানা যায়,ঐ গ্রামের ওয়াছির মিয়ার শিশু পূত্র রমিজ মিয়া(৭)বুধবার ভোর ৪ টায় প্রাকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরে কুপি বাতির জ্বালিয়ে বের হয়। কুপি বাতির আগুন মশারিতে লেগে সমস- ঘরে ছড়িয়ে পড়ে। তড়িঘরি ঘরে সকল ঘর থেকে বের হয়। এসময় ওয়াছির মিয়ার মাতা ছৈইদা বেগম(৭৫) ঘরে রক্ষিত অন্যের সাহায্য থেকে পাওয়া ৮ হাজার টাকা আনতে গিয়ে ঘরে ঢুকলে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ (হবিগঞ্জ)

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here