গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ মুক্ত দিবস । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর দখল থেকে আজকের দিনে ভোরে মিত্র বাহিনী নবাবগঞ্জ উপজেলা এলাকাকে মুক্ত করে।

নবাবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম জানান, টানা ৯ মাস যুদ্ধ চলাকালে আজকের দিনে মুক্তিযুেদ্ধর স্বপক্ষে ৭ নং সেক্টরের অধিনে স্থানীয় মুক্তিযোদ্ধা শাহ মাহফুজার রহমান, শামসুল আরেফিন, মকবুল হোসন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমনের শিকার হয় পাক হানাদার বাহিনী। তারা আক্রমনের কারনে পিছু হটতে থাকে।

এক পর্যায়ে উপজেলার ভাদুরিয়া নামক স্থানে পাক হানাদারদের সাথে মিত্র বাহিনীর তুমুল লড়াই হয়। সেখান থেকে পাক হানাদাররা মিত্র বাহিনীর নিকট পরাজিত হবার আশংকায় পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় যায় এবং সেদিনই নবাবগঞ্জ হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে উপজেলা প্রশাসন র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচী গ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here