বুধবার বেলা সাড়ে ৩ টায় দুদুকের একটি দল অভিযান চালিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ ভুমি অফিসের নাজির মোঃ আবু তাহের মন্ডল(৪৮)কে ঘুষ গ্রহকালে ২০ হাজার টাকাসহ হাতে নাতে আটক করেন।

দূর্নীতি দমন কমিশন সুত্রে জানাযায়, নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা গোপনে ফাঁদ পাতেন। পরিকল্পনা মোতাবেক তাঁর  স্বাক্ষর সম্বলিত ২০ টি এক হাজার টাকার নোট আব্দুস সাত্তারের হাতে দেন। আব্দুস সাত্তার নবাবগঞ্জের প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম ও দুর্নীতি দমন কমিশন নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আল আলীমুল রাজীবকে সঙ্গে নিয়ে সেই টাকা আবু তাহেরকে ঘুষ হিসেবে দেন। সে সময় ওৎ পেতে থাকা দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গাফফার, কোট সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান ও শাহজাহান আলী  তৎক্ষনাত আবু তাহেরকে জিজ্ঞাসাবাদ করলে সে অফিসের আলমিরা থেকে দুদক কর্মকর্তার স্বাক্ষরযুক্ত টাকা গুলো বের করে দেন। পরে ঘুষ গ্রহনের দায়ে আটক করে আবু তাহেরকে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

অভিযোগকারি বড় রঘুনাথপুর গ্রামের আব্দুস সাত্তার জানান, তাঁদের ১ একর ২২ শতক জমির অবৈধ খারিজ করেন ওই গ্রামের জনৈক মজিবর রহমান। তিনি তাঁদের বৈধ কাগজপত্র দেখে খারিজ বাতিলের  আবেদন করতে চাইলে ভূমি অফিসের নাজির আবু তাহের তাঁর নিকট ২৫ হাজার টাকা দাবী করেন । নইলে ওই জমির রায় জনৈক মজিবর রহমানের পক্ষে দেয়া হবে বলে তিনি জানান। অবশেষে নিরুপায় হয়ে তিনি বিষয়টি দিনাজপুর দুর্নীতি দমন কমিশন অফিসে অবগত করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মফিজুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য তিনি অফিসের বাহিরে ছিলেন। তাই এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। তবে অন্যায়  কেউ করে থাকলে তিনি তাঁর বিচার দাবী করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here