সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপা নবাগত ওসি আসাদুর রহমান সঙ্গে গলাচিপা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আসাদুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় , সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্জ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-দৈনিক যুগান্তর পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক কালের ছবির গলাচিপা উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, দৈনিক কালের কন্ঠ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুর রহমান এলিট, আমাদের সময় পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মনতাসির মামুন,ঢাকা প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি কমল সরকার, দৈনিক যায় যায় দিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন, দৈনিক আমাদের অর্থনিতি পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, মাই টিভির উপজেলা প্রতিনিধি হাসান এলাহী, ৭১ টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি শাকিব হাসান, বিজয় টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসানুল হক জিকু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি বিনয় কর্মকার, দৈনিক নিউনেশন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জীব সাহা,সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ।