স্টাফ রিপোর্টার :: নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বাড়াবাড়ি রোধে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে সোমবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আশা করি, মানুষ কোনো ঝামেলা ছাড়াই নববর্ষ উদযাপন করবে।’

মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা উদ্বোধন শেষে এ কথা বলেন।

পুলিশ বাহিনী অতীতের তুলনায় অনেক দক্ষ উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, তারা যেকোনো চ্যালেঞ্জ এবং অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সক্ষম।

উদাহরণ হিসেবে তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সম্প্রতি ৩০ বছরের পুরোনো একটি আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ এবং তার সমাধান করেছে।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ অন্যান্যের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here