ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নব গঠিত সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং নির্বাচিত সকল সাংসদ দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাঙ্গালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় এবং জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান ও জনাব মহিবুল হাসান শিক্ষামন্ত্রী এবং নির্বাচিত সকল সাংসদ দায়িত্ব গ্রহণ করায় শাপলা ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।