মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১জুন) সকাল ১১টার দিকে মহানন্দা নদীর খালঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দল দুপর ১২টার দিকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। মৃত শিশু ইয়াসিন আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, সকাল ১১টার দিকে ইয়াসিনসহ তার আরও দুই বন্ধু মিলে মহানন্দা নদীর খালঘাট এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার বাধন ও মুন্না পানির ১০ থেকে ১২ ফিট গভীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মৃত ইয়াসিন আলীর মা তাসলিমা বেগম বলেন, সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়। পরে সাড়ে ১১টার দিকে খবর পায়, পানিতে ডুবে মারা গেছে। ইয়াসিন সাঁতার জানতো না এবং বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষনা করে। মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here