মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

বিভিন্ন নদ-নদীর ন্যায় এবার খুলনার পাইকগাছায় নদীতেও কুমিরের বিচরণ দেখা যাচ্ছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেলুটি ও দারুনমল্লিক এর মধ্যবর্তী হাবরখালী নদীতে বৃহস্পতিবার বিকেলে এমনি একটি কুমিরকে ভাসতে দেখে ভীতির পাশাপাশি কৌতুহল বাড়ে তাদের। মূহুর্তেই খবর পেয়ে শতশত উৎসুক মানুষ কুমিরটিকে এক নজর দেখতে ভীঁড় জমায় নদীর তীরে।

স্থানীয় দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল হাবরখালী নদীতে কুমির দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে কুমির ভাসতে দেখার খবরে মানুষ একদিকে যেমন আতঙ্কে রয়েছে অন্যদিকে উৎসাহ বেড়েছে একনজর কুমির দেখতে।

এসময় তিনি আরো যোগ করে বলেন, গত সপ্তাহে অনুরুপ একটি কুমির ভাসতে দেখা যায়, গড়ইখালী নদীতে। নিউটন কুমার রায় বলেন, একটা যদি দেখা যায়, আরো থাকার সম্ভাবনা বেশি।

তবে লতা ইউনিয়নে কাঠামারী নদীতেও আজ (বৃহস্পতিবার) কুমির দেখা গেছে। সর্বশেষ নদীতে কুমির ভাসার খবরে আতঙ্ক বেড়েছে নদীতে মাছধরা জেলে, নৌকা বা ট্রলার চালকসহ যাত্রী সাধারনের মধ্যে। স্থানীয় প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসী এমনটিই জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here