সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদ নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হচ্ছেন। প্রেসিডেন্টের আদেশক্রমে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবন সূত্রে জানা গেছে, চার কমিশনার হিসেবে নিয়োগ পাছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী ও সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ।
অনুসন্ধান কমিটির সদস্যরা গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের এবং চার কমিশনার পদের বিপরীতে আটজনের নামের তালিকা দেন।