সরকারের নতুন মন্ত্রীরা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন৷ তাঁদের হাতে সময় কম, তাই দেশের মানুষকে বড় কোন স্বপ্ন দেখাতে চান না৷ তবে এই অল্প সময়ের মধ্যে যা করার তা তাঁরা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷
আর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তিনি মানুষের প্রত্যাশার চাপ অনুভব করছেন৷ কিন্তু সব প্রত্যাশা পুরণ করা আপাতত সম্ভব নয়৷ তাই তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন৷ আর এই অগ্রাধাকারের তালিকায় এক নম্বরে রয়েছে পদ্মা সেতুর কাজ শুরু করা৷ তিনি মেট্রোরেলসহ অন্যান্য বিষয়ে কোন সময়সীমা বেঁধে দিতে রাজি নন৷
বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, তিনি সব সময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন৷ বাণিজ্য মন্ত্রণালয় চালানো অনেক বড় চ্যালেঞ্জের কাজ৷ কারণ এই মন্ত্রণালয়ের সাফল্য বা ব্যর্থতার প্রভাব সারা দেশের মানুষের ওপর পড়ে৷
তবে যোগাযোগ দফতর হারানো নতুন তথ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং বাণিজ্য দপ্তর হারানো নতুন বিমানমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নি৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার